Your e-Passport application is pending for approval in local passport office অর্থ কি?

 আপনি কি ই-পাসপোর্ট আবেদন করেছেন? 

সকল প্রক্রিয়া শেষ? 

কিন্তু ই-পাসপোর্টের ওয়েবসাইটে দেখছেন Your e-Passport application is pending for approval in local passport office । 

এজন্য আপনি পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা খোঁজ নিয়েছেন? 

যদি পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে, পুলিশ যদি আপনার রিপোর্ট পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে আপনার পাসপোর্ট টি আরেকটি ধাপ অতিক্রম করবে। 

সে ধাপটি হল আপনি যে অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন, সেখান থেকে আপনার পাসপোর্ট টি প্রিন্ট হবার জন্য Approval দিবে। এইটাকেই বলা হচ্ছে Your e-Passport application is pending for approval in local passport office । 

অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন হবার পর ও যদি আপনি দেখেন Your e-Passport application is pending for approval in local passport office  তাহলে আপনাকে আপনি যে পাসপোর্ট অফিসে আবেদন করেছেন, সেই অফিসে গিয়ে বিষয় টি জানাতে হবে। 

এক্ষেত্রে মনে রাখবেন, অযথা পাসপোর্ট অফিসে ভিড় করে আপনার কোনো লাভ হবে না। যদি আপনার ডেলিভারি ডেইট ওভার হয়ে যায়, তাহলেই আপনি পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং জানাবেন যে আপনার পাসপোর্ট টি approval এর জন্য অপেক্ষা করছে। 

ধন্যবাদ। 

12 thoughts on “Your e-Passport application is pending for approval in local passport office অর্থ কি?”

  1. My particulars are given below:i have submitted it march 16, 2021 but its still pending. what should i do nowOnline Registration ID: OID1001068xxxPassport Options: 48 pages, 10 years validityDelivery options: REGULAR

  2. Check application statusPending Backend Verification Enrolment Pending Backend Verification Dear MD ALAHI SORDER, Your e-Passport application is pending for backend verification process in central system.

  3. Pending Backend Verification

    ভাই আমার ও একই সমস্যা, আপনার কি সসমস্যা সমাধান হয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top