আমার আব্বা আম্মা ভোটার আইডি কাড নামে ভুল আছে এখন passport করতে কোনো সমস্যা পড়ব কিনা?
হ্যা আপনি সমস্যায় পড়বেন। আপনার বাবা মায়ের আইডি কার্ডে এক নাম আর আপনার পাসপোর্ট এ বাবা মায়ের নামের বানান বা নাম ভিন্ন হলে backend verification পাস করতে পারবেন না।
তাহলে কিভাবে epassport করবেন?
এ সমস্যা কোনো দালাল ধরে বা দরবেশ ধরে সমাধান করতে পারবেন না। আপনাকে নির্বাচন অফিসে গিয়ে যথোপযুক্ত প্রমান দাখিল করে আপনার বাবা মায়ের আইডি কার্ড সংশোধন করতে হবে প্রথমে।
এরপর আপনি পাসপোর্ট আবেদন করবেন আপনি আর কোনো সমস্যায় পড়বেন না। যদি আপনার MRP পাসপোর্ট থেকে থাকে আর সেখানে যদি আপনার বাবা মায়ের নাম ঠিক থাকে, তাহলে আপনি আবার NID ঠিক না করেও MRP passport থেকে ইপাসপোর্টে কনভার্ট হতে পারেন। একে Conversion to epassport বলে।