কোথায় ই-পাসপোর্ট আবেদন জমা দিব?
ই-পাসপোর্ট এর ফর্ম পুরণ করার পর তা কোথায় জমা দিবেন তা নিয়ে অনেকের অনেক ভুলভ্রান্তি রয়েছে। প্রাথকমিক ভাবে ই-পাসপোর্ট জমা নেয়া হচ্ছে উত্তরা আর পি ও, যাত্রাবাড়ী আর পি ও, আগারগাঁও আর পি ও৷
‘আর পি ও’ এর পূর্ণরূপ হচ্ছে রিজিওনাল পাসপোর্ট অফিস। অর্থাৎ আঞ্চলিক পাসপোর্ট অফিস। এই অফিস গুলো এলাকা ভিত্তিক, এখানে পাসপোর্ট এর জন্য আপনার ছবি তোলা, ফিংগার প্রিন্ট নেয়া ইত্যাদি কাজ হয়।
উত্তরা দিয়াবাড়িতে ই-পাসপোর্ট অফিসে কি আবেদন জমা নেয়া হয়?
আপনারা সবাই যে একটা ভুল করছেন, সেটা হল ই-পাসপোর্ট এর আবেদন জমা দিতে “ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স” এ চলে যাচ্ছেন৷ এই ভবনে কোনো ই-পাসপোর্টের আবেদন জমা নেয়া হয় না। ই-পাসপোর্টের আবেদন জমা নেয়া হচ্ছে বর্তমানে উত্তরা, যাত্রাবাড়ী ও আগারগাঁও আর পি ও তে। দিয়াবাড়িতে ই-পাসপোর্টের আবেদন জমা নেয়া হয় না।
ছবিতে দেখছেন ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স।
ই-পাসপোর্ট এর আবেদন ফর্ম জমা দিতে প্রতিদিন অনেক মানুষ এই ভবণে চলে আসছেন। যারাই আসছেন, তারা জানেন না এই ভবনটা আসলে কি কাজে ব্যবহার হচ্ছে।
আপনাদের জানানোর জন্য ই আজ আমার এই লিখা। এই ই-পাসপোর্ট ভবণে ই-পাসপোর্ট প্রিন্ট করা হয় শুধু। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর যত মানুষ ই-পাসপোর্ট এর জন্য আবেদন করবে, তাদের সবার ই-পাসপোর্ট এখানেই প্রিন্ট হবে।
এই ভবণে ই-পাসপোর্ট প্রিন্টিং এর কাজ করবেন কর্মকর্তা কর্মচারীরা। এখানে কোনো সাধারণ জনগন আসবে না, এখানে কোনো তথ্য দেয়া হবে না, কারো এক্সেস ও থাকবে না৷ তাই আপনারা কষ্ট করে টাকা খরচ করে এখানে আসবেন না। আর তাছাড়া সন্ধ্যার পর এখানে ছিনতাই হয়, খাবার দাবারের ও সমস্যা রয়েছে৷
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উত্তরা দিয়াবাড়িতে শুধু ই-পাসপোর্ট প্রিন্ট হবে। এখানে কোনো সাধারণ জনগণ যাবে না৷ ধন্যবাদ সবাইকে৷