শুধুমাত্র একটি নাম হলে কিভাবে পাসপোর্ট করব?

ই-পাসপোর্ট এর মত গুরুত্বপূর্ণ বইটি হাতে পেতে অনেকের ই নানান সমস্যা হয়৷ অনেকের মনে নানান প্রশ্ন থাকে।

আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি প্রশ্নের উত্তর করছি। এই ওয়েবসাইটে  তারই ধারাবাহিকতায় আজ এই প্রশ্নের উত্তর করছি। 

শুধুমাত্র একটি শব্দের নাম হলে কিভাবে ই-পাসপোর্ট  করব? 

ধরুন আপনার নাম হল শুধুমাত্র Shahriar. আপনাদের অনেকের ই ধারণা ই-পাসপোর্ট এর নাম দুই শব্দের ই হতে হবে। আসলে ব্যাপারটা এমন নয়। 
আপনার নাম যদি দুই শব্দের নাম হয়, তাহলে একটি শব্দ আপনার Given Name, অন্যটি আপনার Surname. 
প্রত্যেকটা মানুষের ই Given Name থাকবে। কিন্তু সবার Surname নাও থাকতে পারে। 
অতএব আপনার যদি Surname না থাকে, তাহলে আপনি শুধু Given Name এর ঘরে আপনার নাম লিখবেন। অন্যঘর খালি রাখবেন। 
অর্থাৎআপনার নাম একটি হলে শুধুমাত্র Given Name পুরণ করবেন৷ 
ব্লগটি ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ রইল৷ ধন্যবাদ।   

4 thoughts on “শুধুমাত্র একটি নাম হলে কিভাবে পাসপোর্ট করব?”

  1. আমার নামের তিনটি অংশ। তাই Given name option এ কি পুরো নামটাই লিখবো নাকি নামের প্রথম দুই অংশ লিখবো।

  2. আসসালামু আলাইকুম, ভাইজান। আমার সমস্যা হলো আমার 'সিংগেল নেম'। অর্থাৎ নামে শুধুমাত্র একটিই শব্দ আর তাহলো 'Zubayer'। আর এটি আমার জেএসসি, এসএসসি, এইচএসসি, এনআইডিসহ সকল ডকুমেন্টসে একই। আমি উচ্চাশিক্ষার জন্য বাহিরে যেতে আগ্রহী। তাছাড়া ম্যারেজ পারপোজেও যেতে হতে পারে। প্রশ্ন হলো-আমাকে এই সিংগেল নামের জন্য কি কি বিড়ম্বনার শিকার হতে হবে? আমার কি নাম পরিবর্তন করতে হবে? (বি:দ্র: আমি এখনো পাসপোর্ট বানাইনি এবং অনার্সও শেষ করিনি)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top