ফেসবুক পেইজেএকজন প্রশ্ন করলেনঃ আমার এমআরপি পাসপোর্টে মাতা পিতার নাম আছে ইংরেজিতে, NID কার্ডে মাতা পিতার নাম আছে বাংলায় – এখন কোনটা দিয়ে ই-পাসপোর্ট করব?
আপনার যদি MRP থেকে থাকে, তাহলে সেটা থেকেই আপনি EPP বা ই-পাসপোর্ট ইস্যু করে নিতে পারেন। একে বলা হয় conversion to ePassport. এটি সবচেয়ে সহজ পদ্ধতি ই-পাসপোর্ট পাওয়ার। অর্থাৎ আপনি MRP Passport এর কিছুই চেঞ্জ না করে নতুন একটা Epassport ১০ বছর মেয়াদে নিয়ে নিতে পারেন। অথবা ৫ বছর মেয়াদের ও নিতে পারেন।
আর আপনার MRP তে সব তথ্যই ইংরেজিতে আছে। অতএব আপনার ইপাসপোর্টেও সব তথ্য ইংরেজিতে আসবে।
****ই-পাসপোর্টে Pending SB Police Clearance বলতে কি বুঝায় জেনে নিন****
এছাড়া নতুন ePassport করতে গেলেও আপনি সব তথ্য ইংরেজিতেই পূরণ করবেন। হতে পারে NID কার্ডে বাংলায় লিখা আছে। সেটা কোনো সমস্যা হয়। তবে হ্যা অবশ্যই নির্ভুল ভাবে, ১০০% নির্ভুল ভাবে আপনি নিজেই নিজের বাবা মায়ের নাম ইংরেজিতে সঠিক ভাবে টাইপ করুন। অন্যথায় পরবর্তীতে এসব বানান ঠিক করার জন্য আপনাকে ঝামেলা পোহাতে হবে।
ধন্যবাদ ব্লগ টি পড়ার জন্য। আরো প্রশ্ন থাকলে ফেইসবুক পেইজে জানাবেন।