What is Pending for backend verification? Pending for backend verification বলতে কি বুঝায়?
Backend verification বলতে পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট আবেদনের পর আপনার তথ্য মেলানোর জন্য যে অনুসন্ধান করা হয়, তাকে বুঝানো হয়।
অর্থাৎ আপনি ধরেন একটি পাসপোর্ট এর জন্য আবেদন করলেন। পাসপোর্ট এর সয়ংক্রিয় সিস্টেম আপনার বায়োমেট্রিক তথা আপনার আঙ্গুলের ছাপ, ছবি, চোখের আইরিশ ইত্যাদি সব কিছু মিলিয়ে দেখবে যে এগুলো কি পাসপোর্ট এর সার্ভারে আগে থেকে রয়েছে কিনা।
যদি ধরেন আপনি একটি পাসপোর্ট থাকা সত্ত্বেও নতুন আরেকটি পাসপোর্ট নাম বা যেকোনো তথ্য পরিবর্তন করে আবেদন করে থাকেন, তাহলে backend verification এ আপনার পাসপোর্ট টা manual review এর জন্য পরে থাকবে। মেনুয়ালি চেক করে যদি আপনার তথ্যের কোনো গড়মিল না পাওয়া যায়, তাহলে আপনার পাসপোর্ট টি ছেড়ে দেয়া হবে এবং আপনি পরবর্তি ধাপ গুলো পাড় করে পাসপোর্ট টি হাতে পাবেন।
সয়ংক্রিয় ভাবে বেশিরভাগ বেকেন্ড ভেরিফিকেশন ছাড় পেয়ে যায়। কিন্তু যারা তথ্যের গোজামিল করেন, তারাই ধরা খেয়ে যান। অনেক ক্ষেত্রে ছোট খাটো পরিবর্তনেও বেকেন্ড ভেরিফিকেশনে আটকে যায় পাসপোর্ট। এগুলো backend verification এ যারা কাজ করেন, উনারা দেখে ক্লিয়ার করে দেন।
তাই পাসপোর্ট হারিয়ে গেলে না জানিয়ে চুপে চুপে ২য় পাসপোর্ট করতে যাবেন না। ধরা পড়ে যাবেন। এই আর্টিকেল টি পড়ুনঃ পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে পাসপোর্ট পেতে পারি?
ধন্যবাদ।
Please Sir Help Clearance Check application statusPending Backend VerificationEnrolment Pending Backend VerificationDear SOBUJ SHEKH, Your e-Passport application is pending for backend verification(Basic Checks Clearance or ABIS Checks Clearance) process in central system.
My Friend Live Berlin Germany Passport Problem face help response
Check application status
Check application statusPassport Ready for Issuance
ePassport Ready For Issuance
Dear SOBUJ SHEKH, Your new e-Passport has arrived at the local passport office and is now ready for issuance. Please bring the delivery slip.
Check the status of your application by entering either
Application ID (e.g. 4000-100000000) you find on the Delivery Slip you received from the Passport Office
Or Online Registration ID (OID) from your online application (e.g. OID1000001234)
But Berlin Ambassy Protal Pending Dhaka Please Help Sir
Did you get your passport?
স্থায়ী পরিবর্তনের জন্য passport rework এ গেছে? আগের পাসপোর্টে স্থায়ী ঠিকানা ভাড়া বাসায় ছিলো । এখন বাবার বাসা স্থায়ী থিকানা করতে বলেছে এসবি থেকে? এক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে।
বাবার বাসা স্থায়ী ঠিকানা করতে বিদ্যুৎ বিল দিবেন, আপনার বাবার নাম দেয়া বিদ্যুৎ বিল, আর নিজের বাড়ি ক্রয়ের তো কিছু ডকুমেন্টস আছেই। সেগুলো দিবেন। এরপর দেখুন এস বি অফিসে কি কি চায়। উনারা যা চায় তাই দেয়া লাগবে।