Passport Shipped বলতে কি বুঝায়?

Passport Shipped বলতে কি বুঝায়? 

অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন গ্রুপে যে Passport Shipped বলতে কি বুঝায়। আজকে তারই উত্তর দিব। 

আপনার পাসপোর্ট সকল প্রক্রিয়া শেষে আপনার ই-পাসপোর্ট কি প্রিন্ট করা হয় উত্তরা দিয়াবাড়ি ই-পাসপোর্ট ভবনে। প্রিন্ট হয়ে গেলে পাসপোর্ট কি আগারগাও পাঠিয়ে দেয়া হয় ডাকবিভাগের সহায়তায়। কিংবা যার পাসপোর্ট যেই অফিস থেকে করা হয়েছে সেখানে পৌছে দেয়া হয়। এটাকেই উনারা Passport Shipped বলে থাকেন। অর্থাৎ পাসপোর্ট টি পৌছে দেয়া হয়েছে অফিসে। এবার আপনি সংগ্রহ করতে পারবেন সেই অফিস থেকে। 

ধন্যবাদ। 

14 thoughts on “Passport Shipped বলতে কি বুঝায়?”

  1. ভাইয়া ৬ দিন হয়ে গেছে কিন্তু মেসেজ তো আসতাছে না

  2. আমার আজ ১৬ দিন ধরে shipped লিখা ডেলিভারি ডেট পার হয়ে ১১ দিন চলে গেছে এখনো shipped লিখা এক্ষেত্রে কি করতে পারি।

  3. Mahfuzar Rahman

    আপনি সরাসরি পাসপোর্ট অফিসে চলে যান। পেয়ে যাবেন। স্লিপ নিয়ে যাবেন।

  4. Bhai amar passport stauts shipped leka ti 7din dore dejache,,,ancholik office a juga jug korchi ora bole ase nai ki korte pari ami ai ketre

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top