পাসপোর্ট হারায় গেছে। I lost my passport. কি করতে হবে? পুলিশ রিপোর্ট হবে কিনা?

আপনাদের মধ্যে একজন info@epassportbangladesh.com ইমেইলে প্রশ্ন করেছেন পাসপোর্ট হারিয়ে গেলে কি করতে হবে। পুলিশ রিপোর্ট হবে কিনা। I lost my passport.

যে ব্যক্তি প্রশ্ন করেছেন উনি ফ্রান্সে থাকেন। স্বাধারণত অনেক মানুষ এমন ফ্রান্সে যাবার পর পাসপোর্ট হারিয়ে গেছে বলে ২য় পাসপোর্ট করতে যায়। প্রশ্নকর্তা যদি এমন কেউ হন, তাহলে এটা নিশ্চিত যে আপনিও ধরা পড়বেন। আর ধরা পড়লে আপনাকে অনেক ভুগতে হবে পাসপোর্ট পাবার জন্য।

আপনাদের অনেকে না জানার কারণে পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বলে অনেকে ২য় বার পাসপোর্ট এর আবেদন করেন। এ সময় তারা প্রথম পাসপোর্ট এর তথ্য গোপন করে থাকেন। এ কাজ করলেও আপনি ধরা পড়বেন। কারণ আপনার বায়োমেট্রিক অলরেডি পাসপোর্ট এর সার্ভারে আছে।

অতএব আপনি রিইস্যু না করে, অর্থাৎ আগের পাসপোর্ট আছে এটা নতুন পাসপোর্টে না দেখালে আপনি ধরা পড়বেন। আপনার যে আংগুলের ছাপ, মুখমন্ডলের ছবি ইত্যাদি পাসপোর্ট এর সার্ভারে রয়েছে, সেগুলোর সাথে ব্যাকএন্ডে মিলিয়ে দেখা হবে। এ কারণে ধরা পড়ে যাবেন।

তাহলে কি করবেন আপনার পাসপোর্ট হারিয়ে গেলে?

নতুন করে রিইস্যুর জন্য আবেদন করুন। ই-পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। আবেদন করার সময় আপনি Re-issue অপশানে ক্লিক করবেন। এছাড়াও পাসপোর্টের আবেদন করার পূর্বে আপনার পাসপোর্ট যে হারিয়েছে তার প্রমাণস্বরুপ থানার জিডি কপি নিয়ে নিন। অতঃপর আবেদর করুন।

আবার পাসপোর্টের পুলিশ রিপোর্ট হবে?

না যদি আপনি নতুন করে কোনো তথ্য পরিবর্তন না করেন, অর্থাৎ হারানো পাসপোর্টে যে তথ্য আছে হুবাহু সেই তথ্য দিয়েই পাসপোর্ট করেন, তাহলে কোনো পুলিশ তদন্ত হবে না। এবং Pending SB Police Clearance এর মত ও কোনো সমস্যা হবে না। পুলিশ রিপোর্ট ছাড়া পাসপোর্ট হয়ে যাবে। কারণ পুলিশ রিপোর্ট আগের থেকেই করা আছে। যাস্ট নতুন করে আপনি সেইম পাসপোর্ট টা নিচ্ছেন প্রিন্ট করে।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top