বাবা মা মৃত হলে নামের সঙ্গে তা কি উল্লেখ করব?

 

বাবা অথবা মা কিংবা উভয়েই মৃত হলে, ই-পাসপোর্টের Parental Information এ কি Late লিখতে হবে? 

উত্তরঃ 

না, Late লিখতে হবে না৷ 

বাবা মা মৃত হলে তাদের যা ছিল তাই কি দিব? 

উত্তরঃ হ্যা পেশা যা ছিল, তাই দিবেন। অনেকে পেশা Others দিয়ে দেন। তেমন কোনো সমস্যার বিষয় না এটা। 

ধন্যবাদ।

8 thoughts on “বাবা মা মৃত হলে নামের সঙ্গে তা কি উল্লেখ করব?”

  1. Ami form fill up korar somoy vule dot diye felechi.. Submission date 26 november, akhono bank a taka joma dei ni.. Ki korbo ? Plz help.

  2. আমি কুমিল্লা পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের জন্য আবেদন করেছি জন্ম সনদ দিয়ে। পরবর্তীতে যোগাযোগ করলে জানা যায় আমার জাতীয় পরিচয় পত্র লাগবে। আমি আমার জাতীয় পরিচয় পত্র সংশোধন করে জমা দিয়ে আসি দুঃখের বিষয় এখনও তা পেন্ডিং দেখাচ্ছে। অনেক বার যোগাযোগ করেছি কিন্তু সবার মুখে একটাই কথা দেখছি। এখন আমি কি করতে পারি। কোন নাম্বার কি দেয়া যাবে যার সাথে যোগাযোগ করলে আমি সঠিক সমাধান পাবো। আমার মোবাইল নাম্বার ০১৭১১৪২৯xxx আর জমার স্লিপ নাম্বার ৪০০৩-০০০০০xxxx

  3. বাবা মৃত,পাসপোর্ট রিনিউ করার জন্য মৃত্যু সনদ নাকি উনার আইডি প্রয়োজন আছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top