আপনি কি পুলিশ রিপোর্কি এর ঝামেলা এড়িয়ে সহজভাবে e-passport করতে চান?
তাহলে এই লিখাটি আপনার জন্য।
পুলিশ রিপোর্ট ছাড়া e-passport পাওয়া যাবে?
না পুলিশ রিপোর্ট ছাড়া ইপাসপোর্ট পাওয়া যায় না। প্রথমেই দুঃখ প্রকাশ করছি একটি ক্লিকবেট টাইটেল ব্যবহার করার কারণে। কিন্তু আবার এটি পুরোপুরি অসত্য ও নয়।
জী হ্যা আপনি পুলিশ রিপোর্ট ছাড়াও ই-পাসপোর্ট পেতে পারেন।
কিভাবে?
পুলিশ রিপোর্ট ছাড়া ইপাসপোর্ট পেতে হলে আপনাকে conversion to epassport করতে হবে। যদি আপনার কোনো তথ্য চেঞ্জ না হয়, আর আপনার পাসপোর্ট এর যথেষ্ট মেয়াদ থাকে, তাহলে আপনি কোনো ধরণের পুলিশ রিপোর্ট ছাড়াই আরো ১০ বছরের জন্য আপনার ইপাসপোর্ট পেয়ে যাবেন।
এজন্য আপনার পূর্বের পাসপোর্ট MRP থাকতে হবে। আগের পাসপোর্ট থাকলে সেটা থেকে ই-পাসপোর্ট এ কনভার্ট হবে আর কোনো তথ্য পরিবর্তন করবেন না।
ব্যাস হয়েই গেল। আপনি আপনার ইপাসপোর্ট পুলিশ তদন্ত ছাড়াই পেয়ে যাবেন। সর্বশেষ ৯ জুন ২০২২ এর তথ্য অনুযায়ী লিখা।
ধন্যবাদ।