ই-পাসপোর্ট কবে পাওয়া যাবে? ই-পাসপোর্ট এর ওয়েবসাইট কোনটি?

ই-পাসপোর্ট কবে পাওয়া যাবে? 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট এর শুভ  উদ্ভোদন করেছেন গত ২২ ই জানুয়ারি ২০২০ ইং৷ এরপর থেকেই ই-পাসপোর্ট এর এনরোলমেন্ট শুরু হয়ে গিয়েছে৷ এখন আবেদন করলে ই-পাসপোর্ট পাওয়া যাবে৷  

ই-পাসপোর্ট এর ওয়েবসাইট কোনটি? 

ই-পাসপোর্ট এর ওয়েবসাইট থেকে  আপনারা ই-পাসপোর্ট এর ফর্ম পুরোন করতে পারবেন৷ ই-পাসপোর্ট এর ওয়েবসাইট টি হলঃ epassport.gov.bd

6 thoughts on “ই-পাসপোর্ট কবে পাওয়া যাবে? ই-পাসপোর্ট এর ওয়েবসাইট কোনটি?”

  1. ভাই,১৮ ফেব্রু দেওয়ার কথা,, কিন্তু এখনো Your application submited.. মাত্র,, কবে পামু ভাই?

  2. Pending for final approvalDear MD. AYUB, Your e-Passport application is pending for final approval in local passport office.আমার পাসপোর্টটা কবে পাব.?

  3. আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য সব কাগজ দিয়েছি এবং পুলিশ ও পাসপোর্ট অফিস এ পেরন করসে এবং মেসেজ আসছে আমার ফলাফল সন্তষজন্নোক, কিন্তু অনলাইন এ যখন সাচ করি দেখায় এখনো পুলিশ ক্লিয়ারেন্স হয় নাই,,,এখন কি করা যায় একটু বলবেন প্লিজ,,আর অনেক দিন হয়ে গেসে কিন্তু কোনো মেসেজ আসে নাই,,, ফরম এর যে ডেট ছিলো সেটা অভার হয়ে গেসে,,এখন কি করনীয় একটু জানাবেন,,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top