E-passport pdf form download link খুজছেন? আপনার কি ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম প্রয়োজন?
ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম টি ই-পাসপোর্টের অফলাইন ফর্ম। অনেকে ইন্টারনেটে ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম খুজছেন। E-passport pdf form download link আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি।
এই E-passport pdf form টি কম্পিউটারে বসে ফিলাপ করতে হবে৷ এর নিচে আপনি দেখতে পাবেন একটি বারকোড। এই barcode টি পরিবর্তন হতে থাকে যখন আপনি ফর্মে টাইপ করবেন৷ আপনি ফর্ম পুরণ করতে করতেই দেখবেন বারকোড টি পরিবর্তিত হচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
১। পিডিএফ ফর্মটি প্রথমে কম্পিউটারে ডাউনলোড করতে হবে (নিচের নীল রঙ্গের passport pdf file লিংকে পাবেন)
২। সমস্ত প্রয়োজনীয় ফাংশন সমর্থন করতে “Adobe Acrobat Reader” টুলটি খুলুন এবং পূরণ করুন।
Adobe.com এ Adobe Acrobat Reader বিনামূল্যে ডাউনলোড করার জন্য এই লিংকে যানঃ https://acrobat.adobe.com/us/en/acrobat/pdf-reader.html
পুরো ফর্ম টা পূরণ হয়ে গেলে Save করবেন। Ctrl + S চাপলেই ফাইল সেইভ হয়ে যাবে। এরপর প্রিন্ট দিয়ে অন্য কাজ করবেন৷
passport pdf file এর ডাউনলোড লিংকঃ
আপনি এই লিংকে ক্লিক করে ইপাসপোর্ট পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এটি সবার জন্য বর্তমানে উন্মুক্ত করা হয়েছে। পাশের লিংকে ক্লিক করুনঃ passport pdf file
সেপ্টেম্বর ২০২০ সালে এই পিডিএফ ফর্ম টি উন্মুক্ত করা হয়েছে।
পুরোনো লিংক গুলোঃ
এখন কি আপনার মনে প্রশ্ন জাগছে, ই-পাসপোর্টের অফলাইন পিডিএফ ফর্ম কিভাবে জমা দিবেন? কমেন্ট করে আপনার অন্যান্য প্রশ্ন গুলোও আমাদের জানান। ধন্যবাদ৷
এভাবে জমা দিলে, আপাতত জমা নিবে না কারন কোনো OID নেই। কেউ এই বুদ্ধি আপাতত ফলো করতে যাইয়েন না। অনেকে এই বুদ্ধি দিয়ে করতে গিয়ে ধরা পরেছে।
না কোনো সমস্যা হবে না। ফর্ম জমা করার পর ই OID তৈরি হবে। যাই হোক, এই অফলাইন ফর্ম এখনো উন্মুক্ত করা হয় নি। কেউ পূরণ করে নিয়ে গেলে তা জমা নেয়া হবে না।
অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় শেষমুহূর্তে সার্ভার এরর আসায় ই-পাসপোর্টের ফর্মটি ডাউনলোড করতে পারিনি। এখন ফর্ম ডাউনলোডের কোনো অপশন পাচ্ছি না আর স্টাটাসে "Not Scheduled" ও "Waiting for Payment" দেখাচ্ছে। এক্ষেত্রে কি করণীয়? (আমি OID এর ছবি তুলে রেখেছি)
শিডিউলিং সামারির পেইজ টা কিভাবে পাবো?
e passport 2 year babyr profession ki hobe?