ই-পাসপোর্টের জন্য অনলাইনে ফর্ম পুরণ করার আগে কি ব্যাংকে টাকা জমা দিতে হবে?

ই-পাসপোর্টের জন্য অনলাইনে ফর্ম পুরণ করার আগে কি ব্যাংকে টাকা জমা দিতে হবে?

ই-পাসপোর্ট নিয়ে সবার অনেক প্রশ্ন। তার ই উত্তর দিতে আমাদের এই ওয়েবসাইট। এই আনওফিসিয়াল ওয়েবসাইট টি সর্বদা আপনাদের কে ৯০ ভাগ সঠিক তথ্য প্রদান করবে এই নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ৷ চলুন শুরু করা যাক।
প্রথমত এখনো ই-পাসপোর্ট পুরোপুরি ভাবে চালু না হওয়ায় এতে নানা মুখি সমস্যা বিদ্যমান রয়েছে। তাছাড়া একটি এত বড় প্রজেক্ট চালু হলে নতুন নতুন বহুমুখী সমস্যা দেখা দিবে এটাই স্বাভাবিক৷ সুনাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব এই অসুবিধা মেনে নেয়া এবং সহযোগিতা করা৷ আপনাদের যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন contact@epassport.gov.bd এই ঠিকানায়৷ সঠিক ভাবে বিষয় (Email Subject) উল্লেখ করে, বিস্তারিত তথ্য দিয়ে (email body) আপনার ই-মেইল টি করুন। আপনাদের সহযোগীতা করার জন্য ই-পাসপোর্ট সর্বোচ্চ চেষ্টা করছে৷ আপনারাও সহযোগিতা করুন। যেহেতু এখনো স্বল্প পরিসরে ই-পাসপোর্ট দেয়া হচ্ছে এবং অসংখ্য আবেদন হয়েছে, এই কারণে হয়ত আপনাদের সমস্যা সমাধানে একটু সময় লাগতে পারে৷
আপনার সমস্যা কিভাবে ই-পাসপোর্টের নিকট ই-মেইল করবেন?
ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রথমে আপনি ই-পাসপোর্ট ওয়েবসাইটে যাবেন। ফর্ম পুরণ করবেন। আপনি সহজ ৫ টি ধাপেই ই-পাসপোর্ট পেয়ে যাবেন৷

কিভাবে ই-পাসপোর্টের ফর্ম পুরণ করবেন?

ই-পাসপোর্টের ফর্ম পুরণের টাকা আগে দিতে হবে? নাকি ফর্ম পুরণ করে টাকা জমা দিতে হবে? নাকি ফর্ম পুরণের সময় টাকা দিতে হবে?

আপনি ৩ টাই করতে পারবেন৷ প্রথমত, ফর্ম পুরণ করার সময় অনলাইনে টাকা দিতে পারবেন। আবার offline payment সিলেক্ট করেও ফর্ম পুরণ শেষে টাকা জমা দিতে পারবেন। আবার offline payment করলে আপনার পাসপোর্টের পেইজ এবং মেয়াদ অনুযায়ী আপনি ই-পাসপোর্ট আবেদন করার আগেও পেমেন্ট করে আসতে পারেন৷ Offline এ পেমেন্ট করলে টাকা জমা দেয়ার পর ব্যাংক থেকে যে রশিদ দিবে তা ই-পাসপোর্ট ফর্ম জমা দেয়ার সময় আনতে ভুলবেন না। এবং রশিদের ভেতর রেফারেন্স নম্বর লিখা আছে নাকি দেখে আনবেন।

4 thoughts on “ই-পাসপোর্টের জন্য অনলাইনে ফর্ম পুরণ করার আগে কি ব্যাংকে টাকা জমা দিতে হবে?”

  1. রেজিষ্ট্রেশন ফর্ম যেটা বের হয়েছে তাতে ব্যাংক ফি অংশটা ফাকা আছে কারণ আমি অফলাইনে টাকা দিব। ফর্মের এই অংশটা কিভাবে পূরণ করবো? ধন্যবাদ।

  2. ওটাতে সঠিক ভাবে টাকা জমা দেয়ার পর যে রেফারেন্স নাম্বার পাবেন তা যুক্ত করে দিবেন।

  3. আমি mrp , থেকে ই পাসপোর্ট এ আগের তথ্য তুলে দিয়েছি কিন্তু nid te বাংলায় লেখা ও পিতা মাতার নামে কিছু change কোনো সমস্যা হবে কি

  4. আমি ফ্রম পুরুন করেছি এখন আমার টাকা জমা দেয়ার শেস তারিখ কবে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top