Conversion to Epassport কি? Do you have any previous passports? Yes?

 Conversion to Epassport

হল আপনার MRP কে e-passport এ রুপান্তরিত করা। আপনার যদি একটি মেশিন রিডেবল পুরানো পাসপোর্ট থাকে, তাহলে আপনি সেটিকে e passport এ পরিবর্তন করতে পারবেন। 

আপনি যখন পাসপোর্ট এর ওয়েবসাইট থেকে আবেদন করবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে Do you have any previous passports? 

Do you have any previous passports?

জী এখানে আপনার যদি আগের পাসপোর্ট থাকে, অর্থাৎ epassport হাতে পাবার আগে কোনো পাসপোর্ট থাকে, তখন আপনি সেটার তথ্য দিবেন। 
এরপর নতুন তথ্যে যদি পুরানো তথ্যের সাথে কোনো গরমিল না থাকে, তাহলে খুব সহজেই আপনি পাসপোর্ট টি পেয়ে যাবেন। এমন কি আপনার পুলিশ তদন্ত ও হবে না। আজ ৯ জুন ২০২২ পর্যন্ত এখনো সর্বশেষ এই নিয়ম ই বহাল রয়েছে। 
এখন আপনার আগের পাসপোর্ট এর মেয়াদ থাকতেই নতুন করে ইপাসপোর্ট নেয়ার এই প্রসেস কে বলা হয় Conversion to Epassport । এটা খুব সহজ একটা উপায় জলদি ই-পাসপোর্ট বিনা ঝামেলায় পাবার জন্য। 
ধন্যবাদ পড়ার জন্য। শেয়ার করতে ভুলবেন না। যত বেশি ভিউ হবে তত নতুন নতুন উত্তর দিব ইনশাআল্লাহ। 

2 thoughts on “Conversion to Epassport কি? Do you have any previous passports? Yes?”

  1. Jobayer Hossain

    Assalamu AlaikumMRP passport expired plus slightly data o change korte hobe sei khetre e-passport korle kon option choose korbo? Data change or expired?Can you reply fast please? The application is processing…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top