ই-পাসপোর্ট এর কালার কেমন হবে? ই-পাসপোর্ট কি রঙ্গের হবে?
ই-পাসপোর্ট নিয়ে সেই ২০১৬ সাল থেকে নানান জল্পনা কল্পনা শেষে অবশেষে গত ২২ ই জানুয়ারি ২০২০ সাল থেকে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।
আপনাদের অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে ই-পাসপোর্ট নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন ই-পাসপোর্ট দেখতে কেমন, এটা কি রঙের হবে, ইত্যাদি ইত্যাদি।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ই-পাসপোর্ট পুরাপুরি আগের পুরোনো মেশিন রিডেবল পাসপোর্টের মতই হবে। লাল, বেগুনি ও সবুজ এই তিন রঙেরই ই-পাসপোর্ট মিলবে। শুধু পার্থক্য হল, ই-পাসপোর্ট এর মধ্যে মাইক্রোচিপে আপনার তথ্য গুলোও দিয়ে দেয় হবে।
এছাড়া ই-পাসপোর্টের বই একটা বড়টা নিতে পারবেন৷ আবেদনের প্রেক্ষিতে আপনি সর্বোচ্চ ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্ট নিতে পারেন৷