Passport Bangladesh Home Image

ই-পাসপোর্ট বাংলাদেশ এই ওয়েবসাইট সম্পর্কে

E-passport Bangladesh এই ওয়েবসাইট টি ২০১৯ সালে তৈরি করা হয়েছে। আমি (ওয়েবসাইটের পরিচালনাকারি) দেখলাম ইন্টারনেটে ই-পাসপোর্টের সম্পর্ক তথ্য খুব ই কম। তখন নতুন নতুন ই-পাসপোর্ট চালু হচ্ছিল। এছাড়াও দেখলাম মানুষ MRP নিয়েও অজ্ঞতার কারণে নানান সমস্যায় ভুগছে। আবার সাহায্য চাইতে গেলে অনেক সময় সাধারণ মানুষ অসাধু দালালদের মাধ্যমে প্রতারিতও হচ্ছেন। সেই থেকে আমার ইচ্ছা হল কেননা একটা ওয়েবসাইট আর ফেইসবুক পেইজ তৈরি করা যাক এরপর সবার সহায়তা করা যাবে। তখন প্রথম আমি এই লিখাটি লিখিঃ

ই-পাসপোর্ট কবে পাওয়া যাবে? ই-পাসপোর্ট এর ওয়েবসাইট কোনটি?

এরপর একটু একটু করে যখন সময় পাই আমি লিখে যাই। এই লিখাগুলো আপনারা এই ওয়েবসাইটের ব্লগে পাবেন।

পাসপোর্ট সংক্রান্ত তথ্য/ব্লগ

এই সাইট কোনো দালালির সাথে জড়িত নয় এবং টাকার বিনিময়ে কোনো রকম সাহায্য ই করে না। এমন কি আপনার পাসপোর্ট নাম্বার বা ফোন নাম্বার জানানোর প্রয়োজন নেই। শুধু মাত্র প্রশ্ন করবেন, লেখক সময় করে উত্তর দিয়ে দিবেন। তবে এই সাইটের যে কোনো তথ্যের জন্য ই-পাসপোর্ট কর্তৃপক্ষ দ্বায়ী নয় এবং রেফারেন্স হিসেবেও ব্যবহার যোগ্য নয়।

ফেইসবুক পেইজ

আপনি যা জানতে চান তা সার্চ করুন

অথবা ব্লগ পেজের আর্টিকেল গুলো থেকে প্রয়োজনীয় লিখাটি পড়ে নিন। 

কোনো তথ্য জানতে চাইলে মেসেজ করুন

Please enter your name.
Please enter a message.

বি.দ্র.: মনে রাখবেন এটি একটি আন-অফিশিয়াল ওয়েবসাইট। যিনি ওয়েবসাইট পরিচালনা করছেন তিনি আপনার জন্য সময় নাও পেতে পারেন। তাই আপনি প্রশ্নের উত্তর নাও পেতে পারেন। এছাড়া ইমেইল/ মেসেজ করার আগে একবার দেখেই নিন, ওয়েবসাইটে আপনার মত একই প্রশ্ন কেউ করেছে কিনা এবং তার সমাধান দেয়া আছে কিনা। ধন্যবাদ।

Scroll to Top