ই-পাসপোর্ট কিভাবে করব? ই-পাসপোর্ট করার ০৫টি সহজ ধাপ!
সহজ ৫ টি ধাপেই ই-পাসপোর্ট করতে পারেন। ধাপ গুলি হলঃ
১। আপনার এলাকায় ই-পাসপোর্ট চালু হয়েছে কিনা দেখে নিন।
২। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন। কোনো দালালের শরনাপন্ন হবেন না।
৩। নির্ধারিত ব্যাংকে আপনার পাসপোর্ট ফি পরিশোধ করুন।
৪। আপনার ছবি ও বায়োমেট্রিক প্রদানের জন্য এপয়েন্টমেন্ট ডেইটে পাসপোর্ট অফিসে চলে যান।
৫। পাসপোর্ট তৈরি হলে তা সংগ্রহ করুন।
ধন্যবাদ।
বিকাশ থেকে পেমেন্ট করলে পেমেন্ট স্লিপ হিসাবে কি মেসেজের স্ক্রিনশট দিলে হবে?? কারণ সে ক্ষত্রে মেসেজ ছাড়া অন্য কোনো ধরণের স্লিপ দেয় না।
বিকাশে টাকা দেয়া যায় নাকি আমার জানা নেই। তবে ১০০% নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি বিকাশে পেমেন্ট করেন, বিকাশ যে ট্রান্সাকশন নাম্বার দিবে, ওটা ঠিক ভাবে আমাদের ওপারেটর কে দিলেই কাজ হবে। আমি আবার ও বলছি আমার জানা নেই বিকাশে ই-পাসপোর্ট পেমেন্ট দেয়া যায় নাকি!
amar NID nai, but Birth Certificate ase. Ami ki e passport er jonno apply korte parbo?
pre police clerance kivabe application korte hoi( only for e pasport, not online)kotai , and kivabe , e pasport application from puron korar age na pore a to z pls comments bolen
আমার পাসপোর্ট এর মেয়াদ আছে ২০২২ পর্যন্ত! কোন সমস্যা নাই পাসপোর্ট এ। তারপরেও কি আমি ই পাসপোর্ট এর জন্য এপ্লাই করতে পারবো!???
আমার পাসপোর্ট এর মেয়াদ আছে ২০২২ পর্যন্ত! কোন সমস্যা নাই পাসপোর্ট এ। তারপরেও কি আমি ই পাসপোর্ট এর জন্য এপ্লাই করতে পারবো!???
আমি আগের পাসপোর্ট এ ভুল আছে এখন ই পাসপোর্ট করতে পারব।