পাসপোর্টে Given Name এবং Surname-এ দুটো করে নাম উল্লেখ করা যাবে কি?
আপনি দুটো দুটো করে Given Name আর Surname দিতে পারবেন। অর্থাৎ আপনার নাম ৪ শব্দের হলে দুটো দুটো করে দিবেন৷ এতে কোনো সমস্যা নেই। ই-পাসপোর্ট কিংবা মেশিন রিডেবল পাসপোর্ট দুটোর ক্ষেত্রেই একই।
এ ক্ষেত্রে আপনার মূল নাম ঠিক থাকবে বা থাকতেই হবে এবং কোন পরিবর্তন করা যাবে না। ধরুন আপনার নাম Mohammad Shahriar Salman Khan. এবং আপনার NID কার্ডে এই একই নাম দেয়া (বাধ্যতামূলক ভাবে NID এবং পাসপোর্ট এর নাম মিল থাকতে হবে)। তাহলে আপনার নাম গুলি এভাবে লিখতে পারবেনঃ (Given Name আর Surname এর মাঝে হাইফেন দিয়ে বুঝাচ্ছি)
১) Mohammad – Shahriar Salman Khan
2) Mohammad Shahriar – Salman Khan
3) Mohammad Shahriar Salman – Khan
মনে রাখবেন আপনার যদি পুরানো MRP পাসপোর্ট থাকে, তাহলে ই-পাসপোর্টেও MRP এর মত করেই Given Name ও Surname দিবেন।
I want a very urgent e-passport. I already have a MRP which is valid till 06 September 2021. I have a police clearance certificate also. I didn't find the super express delivery option while completing the online application. Would you please help me in this matter?I am looking forward to hearing from you. Thank you.
namer por dot use korle ki kono prb hbe?? jemon MD. AAWLAD
hello vaye apni ki . use korsen amar name eh o . ase akhon ki korbo bujhtesi na