
সম্পুর্ণ বিনামূল্যে ই-পাসপোর্ট সংক্রান্ত তথ্য সেবা
সাধারণ পাসপোর্ট
সাধারণ পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের জন্য বাংলাদেশের সাধারণ নিয়মিত নাগরিকদের দেয়া হয়।
সরকারি পাসপোর্ট
সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট পেয়ে থাকেন।
কূটনৈতিক পাসপোর্ট
লাল পাসপোর্ট গুলো হল ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট। এই পাসপোর্ট পেয়ে থাকেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্বামী বা স্ত্রী।
আগারগাঁও আরপিও এর ম্যাপ
পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স এর ম্যাপ
উত্তরা পাসপোর্ট অফিস এর ম্যাপ
Passport Personalization Complex আর Regional Passport Office, দুটাই উত্তরায় অবস্থিত। পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স টা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে।
এখন কোথায় ই-পাসপোর্ট আবেদন জমা দিবেন? জানতে হলে পড়তে পারেন এই আর্টিকেলঃ
উত্তরা দিয়াবাড়িতে ই-পাসপোর্ট অফিসে কি আবেদন জমা নেয়া হয়?
কোনো তথ্য জানতে চাইলে মেসেজ করুন
বি.দ্র.: মনে রাখবেন এটি একটি আন-অফিশিয়াল ওয়েবসাইট। যিনি ওয়েবসাইট পরিচালনা করছেন তিনি আপনার জন্য সময় নাও পেতে পারেন। তাই আপনি প্রশ্নের উত্তর নাও পেতে পারেন। এছাড়া ইমেইল/ মেসেজ করার আগে একবার দেখেই নিন, ওয়েবসাইটে আপনার মত একই প্রশ্ন কেউ করেছে কিনা এবং তার সমাধান দেয়া আছে কিনা। ধন্যবাদ।